লিংকডইনের বিরুদ্ধে মামলা

১২ জুলাই, ২০২০ ০৩:৪৯  
আইওএসের ক্লিপবোর্ড সনাক্তকরণ ডেভেলপারদেরকে শুধুমাত্র অ্যাপের প্রাইভেসি নিয়ে পুনরায় ভাবাচ্ছে না, বরং এর সাথে সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে আইনী জটিলতায় ফেলছে। তারই ধারাবাহিকতায় এবার লিংকডইনের বিরুদ্ধে মামলা করেছেন একজন আইফোন ব্যবহারকারী। রয়টার্সের বরাত দিয়ে এনগ্যাজেটের এক খবরে বলা হয়, অ্যাডাম বাউয়ার নামে একজন আইফোন ব্যবহারকারী তার আইওএস ক্লিপবোর্ড ডেটা গোপনে হাতিয়ে নেয়ার দায়ে প্রফেশনাল সোশ্যাল নেটওয়ার্ক লিংকডইনের বিরুদ্ধে মামলা করেছেন। শুধু লিংকডইন নয়, কনটেন্টকে পাশ্ববর্তী ডিভাইসের সাথে শেয়ার করার কারণে তিনি ইউনিভার্সাল ক্লিপবোর্ডের বিরুদ্ধেও মামলা করেছেন। মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের উপর নজরদারি করছে এবং ক্যালিফোর্নিয়ার আইন লঙ্ঘন করছে বলেও তিনি অভিযোগ করেন। এ বিষয়ে লিংকডইনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিংকডইন ক্লিপবোর্ডের কোনো ডেটা সংরক্ষণ বা সরবরাহ করে না। আগামী ১৪ জুলাই অ্যাপ আপডেটে বিষয়টি সমাধানের পরিকল্পনার মধ্যে রয়েছে। ডিবিটেক/বিএমটি